গোকুলামের কাছে হারল বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শুরুটা প্রত্যাশামতো হলো না দেশের ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংসের। বাংলাদেশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেল ভারতের আই লিগের দল গোকুলাম কেরালা এফসির কাছে।
basundhara kings
ছবি: সংগৃহীত

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শুরুটা প্রত্যাশামতো হলো না দেশের ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংসের। বাংলাদেশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেল ভারতের আই লিগের দল গোকুলাম কেরালা এফসির কাছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ক্লাব কাপের 'বি' গ্রুপের ম্যাচে বসুন্ধরার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে গোকুলাম। ঢাকা আবাহনী নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় আসরে খেলতে আসা গোকুলাম প্রথমার্ধে এগিয়ে যায় দুই গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ায় তারা। এরপর বসুন্ধরার পক্ষে এক গোল শোধ করেন মতিন মিয়া।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল 'বি' গ্রুপের বাকি দুই দল টেরেঙ্গানু এফসি ও চেন্নাই সিটি এফসি। সে ম্যাচে হয়েছে গোল উৎসব। ভারতের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাইকে ৫-৩ গোলে হারিয়েছে মালয়েশিয়ার টেরেঙ্গানু। 

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago