রাঙামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর হত্যা
রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি মৌজা প্রধান ও একই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দ্বীপময় তালুকদারকে (৪৫) অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল একদল সন্ত্রাসী রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়ার জিরোমাইল এলাকা থেকে উপজেলা বিএনপির সহসভাপতি দ্বীপময় তালুকদারকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ (২৩ অক্টোবর) সকালে রাজস্থলী পুলিশ জিরো মাইল এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ সকালে দ্বীপময় তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
Comments