প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ক্রিকেটারদের অপেক্ষায় বিসিবি প্রধান
১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে বোর্ডের আগ্রহের কথা আজ বুধবার সকালেই (২৩ অক্টোবর) জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। আগ্রহের বিষয়টি দুপুরে আরও একবার জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এসে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের জন্য অপেক্ষায় রয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তার সঙ্গী হয়েছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। বিসিবি এখন আশায় আছে, ক্রিকেটাররা দ্রুতই আলোচনায় বসবেন, সংকট সমাধানে কথা বলবেন।
সাংবাদিকদের মাধ্যম হিসেবে ব্যবহার করে, ক্রিকেটারদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে দুপুরে জালাল বলেন, ‘বোর্ড প্রধান ও নাঈমুর রহমান গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছেন। তারা এখন বোর্ডে আছেন। বিসিবির অন্য পরিচালকরাও আছেন। তারা সবাই এখন ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছেন।’
‘দুয়ার খোলা রেখে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেটারদের জন্য অপেক্ষা করা হবে। সন্ধ্যার পরও যদি ক্রিকেটাররা আসার কথা বলেন, তবে আরও অপেক্ষা করা হবে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে ক্রিকেটারদের সেই বার্তাটা আবার দিচ্ছি।’
Comments