ক্যাসিনো সংশ্লিষ্ট ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে। দুদক জেনেছে, অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ক্যাসিনোর সঙ্গে জড়িতদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের নেতৃত্বে থাকা দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এই চিঠি পাঠিয়েছেন।
সরকারি দল আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠনের যেসব নেতা এরই মধ্যে ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তাদের নাম রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়। এদের ছাড়াও দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তাধীন বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছে দুদক।
দুদক তার চিঠিতে বলেছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
Comments