‘আমার কিছু রাগ ছিল, আজ রাগ নেই’

আগের দিন বোর্ড প্রধান নাজমুল হাসানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আলোচিত, সমালোচিত হয়েছিল নানা মহলে। ক্রিকেটারদের দাবি দাওয়ার পেছনে তিনি খুঁজে পেয়েছিলেন ষড়যন্ত্র। কিন্তু একদিন পর ক্রিকেটারদের সঙ্গে আলোচনা সেরে বিসিবি কর্তাকে পাওয়া গেল ভিন্ন মেজাজে। নিজেই জানালেন, ক্রিকেটারদের দেখে সব রাগ উবে গেছে তার।
ছবি: ফিরোজ আহমেদ

আগের দিন বোর্ড প্রধান নাজমুল হাসানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আলোচিত, সমালোচিত হয়েছিল নানা মহলে। ক্রিকেটারদের দাবি দাওয়ার পেছনে তিনি খুঁজে পেয়েছিলেন ষড়যন্ত্র। কিন্তু একদিন পর ক্রিকেটারদের সঙ্গে আলোচনা সেরে বিসিবি কর্তাকে পাওয়া গেল ভিন্ন মেজাজে। নিজেই জানালেন, ক্রিকেটারদের দেখে সব রাগ উবে গেছে তার।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকেই অবশ্য বিসিবিতে ছিল নমনীয় হাওয়া। দুপুরেই বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, ক্রিকেটারদের আলোচনায় ডেকেছেন তারা। অপেক্ষা করছেন দুয়ার খোলা রেখে। এর মধ্যে খবর আসে, গণভবনে নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল।

বিকাল সাড়ে তিনটায় সেখান থেকে বিসিবিতে আসেন তারা। তার আগেই এসে যান কয়েকজন প্রভাবশালী বোর্ড পরিচালক। তারপর থেকেই তাদের অপেক্ষা ক্রিকেটারদের জন্য। সন্ধ্যায় ক্রিকেটাররা গুলশানে আরেকটি সংবাদ সম্মেলন করে যখন মিরপুরের দিকে রওয়ানা হন, তখনই পরিষ্কার হয়ে যায় অবসান হচ্ছে অচলাবস্থার।

ছয় ঘন্টা ধরে অপেক্ষা করা বিসিবি প্রধানের সঙ্গে রাত সাড়ে নয়টায় গিয়ে আলোচনায় বসেন সাকিব আল হাসানরা। সেই আলোচনা চলে আরও দুই ঘন্টা। এরপর সাকিবসহ অন্যান্য ক্রিকেটারদের পাশে বসিয়ে বোর্ড প্রধান দেন দাবি মানার ঘোষণা। যাতে আশ্বস্ত হয়ে খেলায় ফেরার ঘোষণাও আসে সাকিবের কাছ থেকে।

তাদের সঙ্গে যোগযোগ না করে ক্রিকেটারদের আন্দোলনে যাওয়া নিয়ে ভীষণ রাগান্বিত ছিলেন বোর্ড প্রধান। আগের দিন ভরা সংবাদ সম্মেলনে সেই রাগও ঝাড়েন তিনি। তবে একদিন পর ক্রিকেটারদের পাশে নিয়ে মেজাজ বদলের কথা জানালেন নিজেই, ‘শেষ পর্যন্ত যা হলো ভালোই হলো। আমার কিছু রাগ ছিল ওদের উপর, আজ রাগ নেই।’

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago