বিমানের জরুরি অবতরণ

সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।
biman logo

সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (২৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে উড়োজাহাজটি অবতরণ করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিলো বলে জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ-উল আহসান।

তিনি জানান, উড়োজাহাজটিতে আরোহী ছিলেন ৬০ জন। সকাল ১০টা ২১ মিনিটে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। যাওয়ার পথে উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানটি আবারও ঢাকার দিকে ফিরে আসে।

এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান তিনি।

এর আগে ১৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করে।

Comments