নেপালের ২০ জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে চায় বাংলাদেশ

হিমালয়কন্যা নেপালের ২০ জলবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়।
hydro energy in nepal
নেপালের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

হিমালয়কন্যা নেপালের ২০ জলবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়।

এশিয়া নিউজ নেটওয়ার্কে (এএনএন) প্রকাশিত দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর নেপাল-বাংলাদেশ টেকনিক্যাল কমিটির চতুর্থ বৈঠকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনার সময় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগের প্রসঙ্গটি উঠে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শরিফা খাতুন এবং নেপাল দলের নেতৃত্ব দেন দেশটির শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নবরাজ ঢাকাল।

Comments