‘মৌসুমীকে জয়ী করলে প্যানেলের সবাই পদত্যাগ করবো’
আগামীকাল (২৫ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে একমাত্র মিশা-জায়েদ পূর্ণ প্যানেল দিয়েছেন। বিপরীতে স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়ছেন মৌসুমী ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন ইলিয়াস কোবরা।
গতকাল ছিলো মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি সভা এবং সংবাদ সম্মেলন। সেখানে মিশা-জায়েদ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান প্রার্থীরা।
চিত্রনায়ক রুবেল তার বক্তব্যে বলেন, “বড় ভাই সোহেল রানা বলেছেন বিগত বিশ বছরে মিশা-জায়েদ প্যানেলের মতো এতো সুন্দর কাজ কেউ করতে পারেনি। তাই এই দুজনের নেতৃত্ব দরকার সমিতির জন্য। ভাইয়ের কথা শুনে মিশা-জায়েদের উন্নয়নের হাত শক্ত করতে তাদের প্যানেলের হয়ে নির্বাচন করছি।”
তিনি আরও বলেন, “আমি দাবি করবো পুরো একুশ জনকেই পাশ করাবেন আপনারা। যদি এ প্যানেলের মিশার বিপরীতে মৌসুমীকে জয়ী করেন তাহলে প্যানেলের সবাই পদত্যাগ করবো।”
সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, ইমন প্রমুখ।
সভা শেষ মান্না ডিজিটালের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Comments