ভোলার হ্যাকারকে চিহ্নিত করতে সহায়তা করেছে ফেসবুক কর্তৃপক্ষ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হ্যাক করা ফেসবুক একাউন্ট থেকে ধর্মীয় উস্কানির হোতাকে চিহ্নিত করতে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মুখপাত্র আজ বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে তথ্য পাওয়ার পর বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেসবুক একাউন্ট যিনি হ্যাক করেছিলেন তাকে সনাক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংগযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপ দ্য ডেইলি স্টারকে বলেন, ওই হ্যাকারকে ধরতে এখন অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে তার নাম-পরিচয় প্রকাশ করা হবে।
বিপ্লবের ফেসবুক একাউন্ট বেহাত হবার পর মেসেঞ্জারের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হয়। সেসব বার্তার স্ক্রিনশট পরে ছড়িয়ে দিয়ে বোরহানউদ্দিন উপজেলায় ধর্মীয় উন্মাদনা তৈরি করা হয়। একে কেন্দ্র করে ২০ অক্টোবর সকালে প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় চার জন নিহত হন।
দুষ্কৃতিকারীরা সেদিন দুপুরে বোরহানউদ্দিন সদরে হিন্দু অধ্যুষিত এলাকাতেও গিয়ে হামলা চালায়। অন্তত ১২টি বাড়ি ও একটি মন্দিরে ভাঙচুর করে তারা।
সেদিন পুলিশের পক্ষ থেকে বলা হয়, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত রাফসান ইসলাম শরীফ ও মো. ইমন নামে দুই জনকে আটক করেছেন তারা। ফেসবুক একাউন্ট ফিরে পেতে পটুয়াখালী থেকে ফোন করে বিপ্লবের কাছে দুই হাজার টাকা দাবি করেছিলেন শরীফ। ওই ফোনের সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
Comments