সাভারে ঝুলন্ত অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের নাম পারভেজ মিয়া (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার (২৩)।
আজ (২৫ অক্টোবর) সকালে এই দম্পতির মরদেহ উদ্ধারের পর আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, পারভেজ একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি মা ও স্ত্রীর সঙ্গে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বসবাস করতেন।
গতরাতে এই দম্পতি ঝগড়ায় লিপ্ত হন উল্লেখ করে ওসি আরও জানান, সকালে নিহতদের প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে তারা সেখানে যান। অনেক ডাকাডাকির পর স্বামী-স্ত্রীর কেউ কোনো সাড়া না দিলে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
পারভেজ ও সাদিয়াকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।
Comments