খেলা

দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেল বাংলাদেশ, এগিয়েছে আর্জেন্টিনাও

সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করার সুফল পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জেমি ডের শিষ্যদের। বাংলাদেশের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেও দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।
Bangladesh football team
ছবি: এএফপি

সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করার সুফল পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জেমি ডের শিষ্যদের। বাংলাদেশের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেও দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সবশেষ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। তারা উঠে এসেছে ১৮৪তম স্থানে। গেল মাসের শেষদিকে ও চলতি মাসের শুরুতে ঘরের মাঠে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে যথাক্রমে ৪-১ ও ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

এরপর গেল ১০ অক্টোবর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে ঘরের মাঠে শক্তিশালী কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পাঁচ দিন পর বাছাইয়ের আরেক ম্যাচে ভারতের মাঠে গিয়ে ১-১ ব্যবধানে ড্র করেছিলেন জামাল ভূঁইয়ারা।

এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মাঠে ২-২ গোলে ড্র করেছিল দলটি। তিন দিন পর আরেক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই। শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল ও ১৯৬৬ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শীর্ষ দশে এক ধাপ করে এগিয়েছে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে (৫) ও ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া (৭)। এক ধাপ করে পিছিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল (৬), ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন (৮)ও কলম্বিয়া (১০)।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

Now