বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও এক শিশুসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনূর (২২) ও তাদের মেয়ে মনজিলা আক্তার এবং জনৈক আল আমিনের ছেলে মেহেদি হাসান (৬)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানির বরাত দিয়ে আমাদের বগুড়া সংবাদদাতা এ তথ্য জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, আজ (২৫ অক্টোবর) ভোররাত ১টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শিবগঞ্জ উপজেলার রহবল বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মা-মেয়ে ও অপর এক শিশু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Comments