খেলোয়াড়দের জন্য পানি নিয়ে মাঠে গেলেন অসি প্রধানমন্ত্রী!

scott morrison
ছবি: টুইটার থেকে নেওয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে শ্রীলঙ্কা। মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালাই করে নিতে তারা প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল পিটার সিডলের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে। সেই ম্যাচেই দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। অসি খেলোয়াড়দের জন্য পানি নিয়ে মাঠে গেলেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী- স্কট মরিসন!

বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) ঘটনা। ক্যানবেরার মানুকা ওভালে গা গরমের টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও স্থানীয় অসি খেলোয়াড়দের নিয়ে গড়া প্রধানমন্ত্রী একাদশ। সে ম্যাচে দুর্লভ ঘটনার সাক্ষী হলেন মাঠে উপস্থিত দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে গোটা বিশ্বও অসি প্রধানমন্ত্রী মরিসনকে দেখল 'ওয়াটার বয়' হিসেবে। নিজ দলের খেলোয়াড়দের জন্য মাঠে পানি নিয়ে যান তিনি। তার এমন বিনয়সুলভ আচরণ অবাক করেছে সবাইকে। সেই সঙ্গে প্রশংসার জোয়ারেও ভাসছেন মরিসন।

ঘটনাবহুল রোমাঞ্চকর লো-স্কোরিং টি-টোয়েন্টি ম্যাচটাও জিতে নিয়েছে প্রধানমন্ত্রী একাদশ। তারা ১ উইকেটের ব্যবধানে হারিয়েছে লঙ্কানদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান করে অতিথিরা। দলের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ওশাদা ফার্নান্দো। অসিদের হয়ে ২টি করে উইকেট নেন ড্যান ক্রিস্টিয়ান ও ডিয়ালি ব্লুমফিল্ড।

জবাবে ১ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী একাদশ। ওপেনিংয়ে নেমে একাই দলকে টানেন হ্যারি নিয়েলসেন। তিনি ৫০ বল খেলে করেন ৭৯ রান। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল ক্রিস্টিয়ান। ১৫ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে ৭ বলে ৯ রানে অপরাজিত থেকে স্বাগতিকদের জিতিয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ আহমেদ। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট পান কাসুন রাজিথা ও লক্ষণ সান্দাকান।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago