ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল
ফেসবুকে উস্কানিকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জনতা-পুলিশের সংঘর্ষে চারজনের মৃত্যুর প্রতিবাদে আজ (২৫ অক্টোবর) জুমার নামাজের পর একটি ধর্মীয় সংগঠন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করে।
ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, ইসলামী যুব আন্দোলনের ব্যানারে কয়েক শ মুসল্লি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর শাখা বিক্ষোভ মিছিল বের করে।
সমাবেশ থেকে সংগঠনের নেতারা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চার ব্যক্তির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা গত ২০ অক্টোবর সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে মিছিল বের করেন।
Comments