দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ‘জীবনের জয়গান’ উৎসব শুরু

২৫ অক্টোবর ২০১৯, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে শুরু হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: প্রবীর দাশ/স্টার

শুরু হয়েছে দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ‘জীবনের জয়গান’ উৎসব।

আজ (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে শুরু হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিযোগিতার এবারের স্লোগান ‘বাংলাদেশের লোক ঐতিহ্য’।

দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় প্রতিযোগিতায় ভোটদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ বছর উৎসবের ১২তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন তিন গুণী শিল্পী। তারা হলেন সংগীতে সৈয়দ আব্দুল হাদী, অভিনয়ে সারাহ কবরী এবং থিয়েটারে সৈয়দ জামিল আহমেদ।

The-Daily-Star-Standard-Chartard-Photo-1.jpg
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রবীর দাশ/স্টার

গত মে ২০১৯ থেকে ‘বাংলাদেশের লোক ঐতিহ্য’ বিষয়ের ওপর শুরু হওয়া প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগ্রহীরা অংশ নেন তাদের আলোকচিত্র, গীতিকবিতা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। প্রতিটি বিভাগ থেকে তিনজনকে আজ পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে পুরস্কার পাওয়া গীতিকবিদের লেখা গান পরিবেশন করবেন- সৈয়দ আব্দুল হাদী, ইন্দ্রমোহন রাজবংশী, ফাহমিদা নবী, চন্দনা মজুমদার, দিলরুবা খান, সুকন্যা, সোয়েব, ইভাসহ আরও অনেকেই।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

10h ago