পাকিস্তান সফরে যেতে রাজী নন বিদেশি কোচরা
আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ রয়েছে বাংলাদেশের। এফটিপি অনুযায়ী সেটা অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু সে সফরে যেতে রাজী নন বাংলাদেশ দলের বিদেশি কোচরা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
নিরাপত্তা ইস্যুতে অনেক বছর ধরেই পাকিস্তানে যেতে আগ্রহী নয় ক্রিকেট বিশ্বের কোন দল। সম্প্রতি শ্রীলঙ্কা দল একটি টি-টোয়েন্টি সিরিজ খেলে আসায় তাদের প্রত্যাশা বাড়লেও ঝামেলা রয়েই গেছে। কারণ সে সিরিজ শেষেই শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা বলেছেন, পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ খেলা সহজ ব্যাপার নয়। কারণ হোটেল থেকে মাঠে যাওয়া-আসার প্রক্রিয়া দীর্ঘ।
তাই স্বাভাবিকভাবেই রাজী নন বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফরাও। বিসিবির প্রধান এ প্রসঙ্গে বলেছেন, ‘বিষয়টি তারা জানিয়েছেন, কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আনুষ্ঠানিক কিছু হলেই আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো।’
বর্তমানে বাংলাদেশের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। কোচিং প্যানেলে দক্ষিণ আফ্রিকান সদস্যই আছেন পাঁচ জন। ডোমিঙ্গো ছাড়া আছেন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ফিজিও জুলিয়ান ক্যালেফ্যাটো। তারা কেউই পাকিস্তানে যেতে আগ্রহী নন। এছাড়া সদ্য যোগ দেওয়া স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিও পাকিস্তানে যাওয়ার প্রতি অনাগ্রহ দেখিয়েছেন। এছাড়া ভারতীয় এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও যাচ্ছেন না।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের সবুজ সঙ্কেতের পর বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশের দুটি দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ছাড়াও গিয়েছে নারী ক্রিকেট দল। তবে নিরাপত্তাহীনতার আশঙ্কায় মেয়েদের ভারতীয় প্রধান কোচ অঞ্জু জেইন ও তার সঙ্গে আরও দুই ভারতীয় সহকারী এ সফরে যাননি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে গিয়েছেন দীপু রায় চৌধুরীকে। এখন দেখার বিষয় জাতীয় দলের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় বিসিবি।
Comments