আর্জেন্টিনা ম্যাচের ব্রাজিল দল ঘোষণা, নেইমার নেই
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগামী নভেম্বরে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে অনুমিতভাবেই নেই নেইমার। চোট থেকে ফেরার লড়াইয়ে আছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা ফরোয়ার্ড।
শুক্রবার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। চোটগ্রস্ত নেইমারের পাশাপাশি দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস। তবে তার ক্লাব সতীর্থ রদ্রিগো প্রথমবারের মতো সেলেসাও দলে ডাক পেয়েছেন। এই ফরোয়ার্ডের মতোই প্রথমবার সুযোগ পেয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার দগলাস লুইজ, রিয়াল বেতিসের ডিফেন্ডার এমারসন এবং রোমার গোলরক্ষক দানিয়েল ফুজাতো। নিয়মিত গোলরক্ষক অ্যালিসনকেও ফেরানো হয়েছে দলে।
সৌদি আরবের মাটিতে আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর চার দিন পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা।
২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), দানিয়েল ফুজাতো (রোমা) এদারসন (ম্যানচেস্টার সিটি);
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেতিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেতিকো মাদ্রিদ), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেতিকো মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), থিয়াগো সিলভা (প্যারিস সেন্ট জার্মেই);
মিডফিল্ডার: আর্থুর মেলো (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), লুকাস পাকেতা (এসি মিলান), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপ কৌতিনহো (বায়ার্ন মিউনিখ);
ফরোয়ার্ড: ডেভিড নেরেস (আয়াক্স আমস্টারডাম), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও উইলিয়ান (চেলসি)।
Comments