বৃষ্টির পানি পড়া নিয়ে বিরোধ, প্রতিবেশীকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর বিশ্বাসপাড়া গ্রামে বৃষ্টির সময় ঘরের ছাউনির পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুর রাজ্জাক (২৬) ওই গ্রামের আবদুস সালামের ছেলে।
নিহত আব্দুর রাজ্জাকের বড় ভাই রিপনের অভিযোগ, “গতকাল দুপুরে বৃষ্টির সময় আমার চাচা কালামের ঘরের টিনের ছাউনির পানি আমাদের মাটির ওপর পড়ার পর গড়িয়ে প্রতিবেশী পলাশ, গকুল, মামুন ও সুজনদের মাটিতে যাচ্ছিলো। এ নিয়ে আমার চাচা, আমি, আমার ভাই আব্দুর রাজ্জাকের সঙ্গে প্রতিবেশী পলাশ, গকুল, মামুন ও সুজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ, সুজনরা লাঠিসোটা নিয়ে হামলা চালালে আমার ভাই আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে সুজন ও ডালিয়া নামে দুজনকে আটক করেছে পুলিশ। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments