সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না : বিসিবি প্রধান
নিয়ম বহির্ভূতভাবে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে যাওয়া সাকিব আল হাসানকে এবার কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বিসিবির সঙ্গে চুক্তির নিয়ম ভঙ্গ করা সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাকে অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে।
শনিবার (২৬ অক্টোবর) সংস্কারের অপেক্ষায় থাকা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর পরিদর্শন করেন বিসিবি প্রধান। এরপর গণমাধ্যমকে সাকিবের চুক্তিতে যাওয়ার ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দেন তিনি, ‘আমি তো বলেছি-ই আমাদের আইন অনুযায়ী সে এটা করতে পারে না। এটা টেলিকম কোম্পানিও জানে, সেও (সাকিব) জানে। ওদের (ক্রিকেটারদের) সঙ্গে তো আমাদের চুক্তি আছে। সে চুক্তি অনুযায়ী এটা করা যায় না।’
‘এখন আমরা তাকে (সাকিবকে) চিঠি দিচ্ছি। তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, কেন সে এটা করল।’
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্রিকেটারদের আন্দোলন ও এরপর সমঝোতার মাধ্যমে খেলায় ফিরে আসায় উদ্ভূত পরিস্থিতিতে অনুরোধ করলে সাকিব কোনো ছাড় পাবেন কি-না জানতে চাইলে বোর্ড প্রধানের স্পষ্ট জবাব, ‘প্রশ্নই উঠে না।’
ক্রিকেটারদের সঙ্গে বিসিবির চুক্তিতে স্পষ্ট উল্লেখ আছে, কোনো টেলিকম কোম্পানির সঙ্গে কোনো ক্রিকেটার ব্যক্তিগত চুক্তিতে যেতে পারবেন না এবং অন্য কোনো কোম্পানির সঙ্গে চুক্তিতে যেতে চাইলে সমস্ত কাগজপত্র বিসিবি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
এগারো দফা দাবি নিয়ে গত ২২ অক্টোবর ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার পর দিনই গ্রামীণফোনের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে যান সাকিব। গ্রামীণফোন ও সাকিবের ফেসবুক পাতায় সে চুক্তির খবর ফলাও করে প্রকাশ করা হয়। সেসময়ই এই চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু বিসিবির তা নজরে এসেছে ক্রিকেটারদের ধর্মঘট শেষ হওয়ার পর।
Comments