রিশাদের পাঁচ উইকেট
আগের রাউন্ডে লেগ স্পিনার রিশাদ হোসেনকে না খেলানোয় চাকরি খুইয়েছিলেন রংপুর বিভাগের কোচ। এবার স্বাভাবিকভাবেই খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। আর সেটা কাজেও লাগিয়েছেন দারুণভাবে। প্রথম শ্রেনীতে তুলে নিয়েছেন নিজের প্রথম ৫ উইকেট।
রিশানের ঘুর্ণিতেই রংপুরের বিপক্ষে মাত্র ২০১ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। লেগ স্পিন দিয়ে রিশাদ ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট।
কক্সবাজারে প্রথম স্তরের ম্যাচে টস জিতে ব্যাট করতে গিয়ে বিপদে পড়ে রাজশাহী। ২৯ রানে ২ উইকেট তুলে নেন পেসার সাজেদুল ইসলাম।
মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্ত পরিস্থিতি সামাল দিতেই মঞ্চে আবির্ভাব রিশাদের। ২৪ করা মিজানুর আর ৩৪ করা শান্তকে পর পর ফিরিয়ে দেন তিনি।
রিশাদের লেগ স্পিন সামলাতে পারেননি সাব্বির রহমান। আরও একবার ব্যর্থ হয়ে এই ব্যাটসম্যান আউট হয়েছেন ৮ রান করে। ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যস্ত দলকে ভরসা যোগান অধিনায়ক ফরহাদ হোসেন।
টেল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়েছেন তিনিই। নবম ব্যাটসম্যান হিসেবে রিশাদের বলেই ৬০ রান করে ক্যাচ উঠিয়ে ফেরেন ফরহাদ।
রাজশাহীকে অল্প রানে বেধেও অবশ্য স্বস্তিতে নেই রংপুর। মাহমুদুল হাসান ও সোহরওয়ার্দি শুভর উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে তারা।
প্রথম স্তরের দুই খেলাই হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় স্তরের কোন ম্যাচই প্রথম দিনে শুরু হয়নি।
Comments