বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করুন: ভাড়াটিয়া ঐক্য পরিষদ
‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন’ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সারাদেশের ভাড়াটিয়াদের সংগঠন বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)।
আজ (২৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দুটি সংগঠন যৌথভাবে এ আহ্বান জানায়।
মানববন্ধন থেকে ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘৩০ নভেম্বর ভাড়াটিয়া অধিকার দিবস’ ঘোষণারও দাবি জানানো হয়।
সেসময় ভাড়াটিয়া ঐক্য পরিষদ ও বিজিএমএ সভাপতি মো. আশরাফ আলী হাওলাদার বলেন, “বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। সব ভাড়াটিয়াদের বাড়ি ভাড়ার চুক্তিপত্র দিতে হবে। এলাকাভিত্তিক বাড়ি ভাড়া রেট কার্যকর করতে হবে।”
তিনি আরও বলেন, “স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি খাস জমিতে হাউজিং প্রকল্প ও কলোনি নির্মাণ করে কিস্তির ভিত্তিতে বরাদ্দ দিতে হবে। বাড়ি ভাড়ার টাকা রশিদ ও ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।”
মানববন্ধন থেকে প্রত্যেক থানায় পাঁচ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করারও দাবি জানানো হয়।
Comments