বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ শিক্ষার্থী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান দেওয়া হয়েছে।
গতকাল (২৬ অক্টোবর) রাতে বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে এই ফলাফল প্রকাশ করা হয়। তিন ধাপে যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে ১ হাজার ৬০ জনকে ভর্তির সুযোগ দেওয়া হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় থাকা এসব শিক্ষার্থীকে আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১৩ নভেম্বর বিকেল সাড়ে চারটার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) বিভাগ নির্বাচন বা পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এরপর ২০ নভেম্বর ওই ওয়েবসাইটেই বিভাগ নির্বাচন তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ।
১১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। এরপর ১৫ ডিসেম্বর বুয়েটের ওয়েবসাইটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নোটিশ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Comments