আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খরুচে বোলিংয়ের রেকর্ড রাজিথার
ইনিংসের ১৮তম ওভারের শেষ ডেলিভারি। অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল খেললেন হেলিকপ্টার শট। ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে বল আছড়ে পড়ল সীমানার বাইরে। তাতে রেকর্ড বইয়ে নাম উঠে গেল শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর কীর্তি গড়লেন তিনি।
রবিবার (২৭ অক্টোবর) অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রাজিথার ৪ ওভার থেকে ৭৫ রান তুলে নিয়েছেন অজি ব্যাটসম্যানরা। ২৬ বছর বয়সী এই বোলার হজম করেছেন সাতটি চার ও ছয়টি ছক্কা। ডট দিতে পেরেছেন মাত্র চারটি ডেলিভারি। থেকেছেন উইকেটশূন্য।
টস জিতে ফিল্ডিংয়ে নামা শ্রীলঙ্কার হয়ে প্রথম ওভারে বোলিং করেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা। অপরপ্রান্ত থেকে আক্রমণে যান রাজিথা। তার প্রথম ওভারে দুটি চার মেরে ১১ রান তুলে নেন অজি দলনেতা অ্যারন ফিঞ্চ। পঞ্চম ওভারে বোলিংয়ে ফিরে রাজিথা দেন ২১ রান। হজম করেন দুটি চার ও একটি ছয়।
বেদম মার খাওয়ায় বিরতি দিয়ে রাজিথাকে আবার দশম ওভারে আক্রমণে আনেন মালিঙ্গা। কিন্তু এবারে আরও দিশাহীন তিনি। মিলেমিশে তিনটি ছয় ও একটি চার মেরে তার ওভার থেকে ২৫ রান তুলে নেন ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চ।
একাদশে নিয়মিত বোলারের অভাব থাকায় ইনিংসের ১৮তম ওভারে ফের বল তুলে দেওয়া হয় রাজিথার হাতে। নিজের শেষ ওভারে তাকে গুণতে হয় ১৮ রান। ওভারের পঞ্চম ও ষষ্ঠ ডেলিভারিতে টানা দুটি ছয় হাঁকান ম্যাক্সওয়েল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের আগের রেকর্ডটি হয়েছিল মাত্র দুই মাস আগে। গেল ৩০ অগাস্ট তুরস্কের পেসার তুনাহান তুরান চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন। তিনি অবশ্য একটি উইকেট শিকার করতে পেরেছিলেন। রাজিথার ভাগ্যে সেই সান্ত্বনাটুকুও জোটেনি।
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে হিসাব করলে খরুচে বোলিংয়ের তালিকায় রাজিথা আছেন তিন নম্বরে। রেকর্ডটা রয়েছে পাকিস্তানের সারমাদ আনোয়ারের দখলে। ২০১১ সালে দেশটির ঘরোয়া আসরে লাহোর লায়ন্সের বিপক্ষে ৪ ওভারে ৮১ রান দিয়েছিলেন শিয়ালকোট স্টালিয়ন্সের এই পেসার। ৪ ওভারে ৭৭ রান দিয়ে তালিকার দুই নম্বর স্থানে আছেন বেন স্যান্ডারসন। ২০১৭ সালে ইংল্যান্ডের ঘরোয়া ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতায় ইয়র্কশায়ারের ব্যাটসম্যানদের বেদম মারের ভুক্তভোগী হয়েছিলেন নর্দাম্পটনশায়ারের এই পেসার।
Comments