দুর্নীতি মামলায় শামীম-খালেদ ৭ দিনের রিমান্ডে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত পৃথক দুই মামলায় ঠিকাদার জি কে শামীম ও ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
আজ (২৭ অক্টোবর) শুনানিতে অংশ নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এই আদেশ দেন।
এর আগে, খালেদ ও শামীমকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে বিচারক এই দুজনের জামিন আবেদন নাকচ করে দিয়ে তাদের রিমান্ডে পাঠিয়েছেন।
Comments