ডিএনসিসির ২১ কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটির বেশি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত ছিলেন এমন ওয়ার্ড কাউন্সিলরদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাধারণ ওয়ার্ডের ১৯ জন ও দুজন সংরক্ষিত নারী কাউন্সিলর মিলিয়ে সর্বমোট ২১ জনকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
তিনটির বেশি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, এই মর্মে ওয়ার্ড কাউন্সিলরদের গত ২৩ অক্টোবর তাদের চিঠি দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদকে বরখাস্ত করে ডিএনসিসি। অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
Comments