ধর্ষণের শিকার পৌনে তিন বছরের শিশু
বাগেরহাটের মোল্লাহাটে ২ বছর ৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।
গতকাল (২৭ অক্টোবর) বিকালে নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত ফাহাদ খন্দকারকে (১৮) আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।
শিশুটির মা বলেন, “গত ২২ অক্টোবর বিকালে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের স্ত্রী লাভলী বেগম ডাকলে মেয়েকে নিয়ে তাদের বাড়িতে যাই। সেখানে ঘরে বসে আমরা গল্প করছিলাম। আর আমার মেয়ে লাভলীর মেয়ে বর্ষার সঙ্গে উঠানে খেলছিলো। কিছুক্ষণ পর চকলেটের লোভ দিয়ে পান্নু খন্দকারের ছেলে ফাহাদ তার ঘরে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আমি দৌড়ে আসি ও বিছানায় রক্ত দেখতে পাই। তখন লাভলী বেগম ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফাহাদ পালিয়ে যায়।”
তিনি বলেন, “ফাহাদের মা লাভলী বেগম মেয়ের সুস্থতার জন্য হোমিও ওষুধ এনে দেন। লোকজন জানলে মেয়ের বিয়ে হবে না বলে ভয় দেখান তিনি। লাভলীর কথা মতো আমি চুপ থাকি। এরপরও আমার মেয়ে সুস্থ না হওয়ায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে, ২৬ অক্টোবর বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। আমি আমার মেয়েকে নির্যাতনের বিচার চাই।”
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর বলেন, “শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মাদ আতাউল্লাহ বলেন, “মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধর্ষণ মামলার একটি শিশুকে আমাদের এখানে হস্তান্তর করা হয়। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। সে এখন অনেকটা সুস্থ। আমরা প্রয়োজনীয় পরীক্ষা করেছি।”
Comments