সাকিব ভারত সফরে যাচ্ছেন কিনা, নিশ্চিত নন খোদ বোর্ড প্রধান

পারিবারিক সমস্যার কারণে তামিম ইকবাল আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ভারত সফরে অধিনায়ক সাকিব আল হাসান যাচ্ছেন কিনা তাও নিশ্চিত নন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান। দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে বোর্ড প্রধান জানিয়েছেন, ভারত সফর নিয়ে নানা কারণে তিনি শঙ্কিত।
nazmul hasan

পারিবারিক সমস্যার কারণে তামিম ইকবাল আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ভারত সফরে অধিনায়ক সাকিব আল হাসান যাচ্ছেন কিনা তাও নিশ্চিত নন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান। দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে বোর্ড প্রধান জানিয়েছেন, ভারত সফর নিয়ে নানা কারণে তিনি শঙ্কিত।

বিভিন্ন দাবিদাওয়া চেয়ে খেলোয়াড়দের ধর্মঘটের কারণে ভারত সফর নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। নানান নাটকীয়তায় বিসিবি সব দাবি মেনে নেওয়ার পর উবে যায় শঙ্কার মেঘ। অনুশীলনেও ফেরেন ক্রিকেটাররা।

কিন্তু জাতীয় দলের ভারত সফরে ক্যাম্পের প্রথম দিনেই মাঠে যাননি সাকিব। কেন যাননি তা নিয়েও দেখা দেয় ধোঁয়াশা। পরে কোচ জানান অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন তিনি। পরদিন সাকিব অনুশীলনে যোগ দিলেও ওইদিনই পারিবারিক কারণে নিজেকে পুরো সিরিজ থেকে প্রত্যাহার করে নেন তামিম ইকবাল।

তৃতীয় দিনে প্রস্তুতি ম্যাচেও খেলতে নামেননি সাকিব। তামিমের পুরো সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া ও সাকিবের অনুশীলনে নিয়মিত না থাকায় সন্দেহ প্রকাশ করেছেন নাজমুল, ‘ভারতের সঙ্গে প্রথম একটা সিরিজ খেলতে যাচ্ছে, কারো সিরিয়াসনেস নাই। যেদিনই ওদের সঙ্গে বসলাম। সব মিটমাট হলো সেদিনই তামিম এসে আমাকে বলল- ‘আমি যাচ্ছি না।’ অথচ ওর সন্তান আসবে পৃথিবীতে সেটা ছিল শেষ টেস্টের সময়টায়। কিন্তু ও বলল পুরো সিরিজেই ও যাচ্ছে না। এটা ছিল প্রথম।’

তামিম পরিষ্কারভাবে জানানোয় তাও কোন সমস্যা হচ্ছে না। কিন্তু সাকিব যাচ্ছেন কিনা তা নিয়ে খোদ বোর্ড প্রধানই জানালেন গভীর অনিশ্চয়তার কথা,  ‘আমি পরিষ্কার হতে পারিনি। (সাকিব যাচ্ছে কিনা) এটাই তো সমস্যা। পরশু দিন দল যাবে। কালকের মধ্যে পরিষ্কার হতে হবে।)

রোববার প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়েছিলেন বোর্ড প্রধান। গিয়ে দেখেন সাকিব খেলছেন না সে ম্যাচে, 'আমার সঙ্গে দেখা হলো (সাকিবের), ও বলল মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে দেখি ও নাই। তার নাকি কোচের সঙ্গে কথা হইছে সে নাকি ছুটিতে!’

অনুশীলনে সাকিবের  এমন অনুপস্থিতি বিসিবি প্রধানের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক,  ‘প্রথম দিন গেল না (সাকিব) অনুশীলনে। পরের দিন অর্ধেক থেকে চলে এল। তৃতীয় দিন আবার নাই। এটা কি মনে হয় না এরমধ্যে সন্দেহের যথেষ্ট কারণ আছে? আমি কি সন্দেহ করতে পারি না? আমি কি বিকল্প ঠিক করে রাখতে পারি না। কারো সঙ্গে আলাপও করতে পারি না।’

সাকিব কোন কারণে ভারত সফরে না গেলে দল কি রকম বিপদে পড়বে তাও আঁচ করলেন বিসিবি প্রধান,  ‘যদি সাকিব না যায় তখন কি করব। এটা নিয়ে কি হবে কেউ ভাবে। ও না গেলে আমার পুরো কম্বিনেশনই চেঞ্জ। ভারত সিরিজে কি হতে যাচ্ছে আমি সত্যি শঙ্কিত।’

[দ্য ডেইলি স্টারের বিশ্বজিত রায়, মাজহার উদ্দীন ও সাকেব সোবহানের সঙ্গে  দেশের ক্রিকেটের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের বাসায় কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বোর্ড প্রধানের পুরো সাক্ষাৎকার পড়ুন মঙ্গলবারের দ্য ডেইলি স্টারের প্রিন্ট সংস্করণে। ]

Comments

The Daily Star  | English
dmp cases

33 DMP OCs to be transferred in first phase

At least 33 officers-in-charge (OC) of Dhaka Metropolitan Police are going to be transferred following an Election Commission directive, DMP said today

32m ago