প্রায় দ্বিগুণ হলো জাতীয় লিগের ম্যাচ ফি
ক্রিকেটারদের আন্দোলনের সুফল মিলতে শুরু করেছে। বিসিবি দাবিদাওয়া মেনে নেওয়ার পর তা বাস্তবায়নও হতে চলেছে। জাতীয় লিগের দ্বিতীয় স্তরে ম্যাচ ফি বাড়ানো হয়েছে শতভাগ। প্রথম স্তরে তা বাড়ানো হয়েছে ৭১ শতাংশ।
গত ২১ অক্টোবর এগারো দফা দাবি নিয়ে ক্রিকেটাররা আন্দোলনে যাওয়ার পর আলোচনায় আসে জাতীয় লিগের ম্যাচ ফি। ক্রিকেটারদের দাবি ছিল প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টের ম্যাচ ফি করা হোক এক লাখ।
নানান নাটকীয়তায় ২৩ অক্টোবর দাবি মানার ঘোষণা দেন বিসিবি প্রধান। তার সপ্তাহ খানেকের মধ্যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানালো জাতীয় লিগের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা।
প্রথম স্তরে ৩৫ হাজারের জায়গায় চলতি রাউন্ড থেকেই ম্যাচ ফি হবে ৬০ হাজার। এই স্তরে ম্যাচ ফি বাড়ল ৭১ শতাংশ। দ্বিতীয় স্তরে ২৫ হাজারের জায়গায় ম্যাচ ফি দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার।
উন্নত হয়েছে ভ্রমণ-ভাতাও। আগে ভ্রমণ ভাতা হিসেবে দেওয়া হতো ২৫০০ টাকা। এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ৩৫০০ টাকা অথবা যেসব জায়গায় সুযোগ আছে, সেখানে মিলবে এয়ার টিকেট।
দৈনিক ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫০০ টাকা।
Comments