রাবি ছাত্রের ‘আত্মহত্যা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকার মেসের কক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রের নাম ফিরোজ কবীর। ক্যাম্পাসের পার্শ্ববর্তী আমজাদের মোড় এলাকায় একটি মেসে থাকতেন তিনি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আজ সন্ধ্যায় মেসের রুমে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ফিরোজ। তার আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর ফিরোজ যে মেসে থাকতেন সেটি পরিদর্শন করেছেন রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
Comments