ভারতের গোকুলামকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

দুই দুইবার পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। দুইবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে দলটি। এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল। ফলে রোমাঞ্চকর জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালের টিকেট পায় স্বাগতিক ক্লাবটি। ভারতের দল গোকুলাম কেরালা এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
ctg abahani

দুই দুইবার পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। দুইবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে দলটি। এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল। ফলে রোমাঞ্চকর জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালের টিকেট পায় স্বাগতিক ক্লাবটি। ভারতের দল গোকুলাম কেরালা এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সোমবার (২৮ অক্টোবর) শুরু থেকে দারুণ ফুটবল খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী। দারুণ কিছু সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না দলটি। উল্টো ম্যাচের ২৯তম মিনিটে পিছিয়ে পড়ে আবাহনী। মার্কোস জোসেফের বাড়ানো বল ধরে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন হেনরি কিসেকা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে স্বাগতিকরা। আরিফুর রহমানের আড়াআড়ি পাস ধরে বল জালে জড়ান কোত দি ভোয়ার ফরোয়ার্ড দিদিয়ের।

৮০তম মিনিটে ফের এগিয়ে যায় গোকুলাম। কিসেকার সঙ্গে বল দেওয়া নেওয়া করে দারুণ এক কোণাকুণি শটে গোলরক্ষক নেহালের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন জোসেফ। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার তীব্র মনোবল দেখিয়ে ৮৯তম মিনিটে স্বাগতিকদের উল্লাসে ভাসান দিদিয়ের। বাঁ প্রান্ত থেকে বদলি খেলোয়াড় সোহেল রানার পাস পেয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে দিদিয়েরের নেওয়া জোরালো শট জালে জড়ায়।

১০৫তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। কাওসার আলি রাব্বির পাস থেকে চিনেডু ম্যাথিউয়ের শট প্রথম দফায় গোকুলামের এক ডিফেন্ডার ফেরালেও ফিরতি হেড ফেরাতে পারেননি কেউ। ম্যাচের প্রায় শেষ দিকে ইকবাল জনকে গুঁতো মেরে লাল কার্ড দেখেন গোকুলামের ফরোয়ার্ড কিসেকা। দশ জনের দল নিয়েও আবাহনীকে দারুণভাবে চেপে ধরে গোকুলাম। কিন্তু তারা গোলের দেখা না পেলে জয়োৎসবে মেতে ওঠে বন্দর নগরীর দলটি। নাম লেখায় ফাইনালে।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago