৯৭ থেকে ২০০৪ সালের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প
ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডকে বুক পকেটে পুরে রেখেছিলো একজনই- আকবর। এই নামে চলচ্চিত্রের ঘোষণা দিলেন পরিচালক সৈকত নাসির।
ছবির নাম ‘আকবর- ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এই ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।
ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ইমন। দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। ৯৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প থাকছে ছবিতে।”
২০২০ সালের জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।
Comments