প্রথম শ্রেণিতে আশরাফুলের ২১তম সেঞ্চুরি

Ashraful
মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচের প্রথম তিন দিনে খেলা হয়নি। চতুর্থ ও শেষ দিনে খেলা মাঠে গড়ালেও ফল পাওয়ার কোনোরকম সম্ভাবনা ছিল না। এমন নিষ্প্রাণ ম্যাচে উত্তেজনার রেণু ছড়িয়েছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২১তম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তারকা ব্যাটসম্যান, খেলেছেন অপরাজিত ১৫০ রানের ইনিংস।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। শাহরিয়ার নাফিসের সঙ্গে ইনিংসের সূচনা করতে নামেন আশরাফুল। শুরু থেকেই করতে থাকেন মারমুখী ব্যাটিং। মাত্র ৪১ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।

বরিশালের দলীয় ১২১ রানে চতুর্থ উইকেটের পতন হওয়ার পর সোহাগ গাজির সঙ্গে জুটি বাঁধেন আশরাফুল। এই জুটিতে ১০০ রান যোগ করেন দুজনে। এসময়ে আগ্রাসী ঢঙের ব্যাটিং থেকে সরে গিয়ে ধরে খেলতে শুরু করেন আশরাফুল। ১৩৫ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে গাজি ৫৫ বলে ৬৮ রান করে বিদায় নিলেও আরেক প্রান্তে অবিচল থাকেন আশরাফুল।

মুখোমুখি হওয়া ২০৪তম বলে দেড়শো রান ছুঁয়ে ফেলেন আশরাফুল। তার এই কীর্তির পরপরই ৫ উইকেটে ৩১২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল। আশরাফুলের নান্দনিক ইনিংসে ছিল ১৬টি চারের মার। সালমান হোসেন অপরাজিত থাকেন ৬৫ বলে ৫০ রানে। এরপর ঢাকা মেট্রো বিনা উইকেটে ৩৪ রান তোলার পর দুদল ড্র মেনে নেয়।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল প্রথম ইনিংস: ৩১২/৫ ইনিংস ঘোষণা (৭২.৪ ওভারে) (শাহরিয়ার ১৬, আশরাফুল ১৫০*, ফজলে মাহমুদ ১৮, নুরুজ্জামান ০, মঈন ৩, সোহাগ ৬৮, সালমান ৫০*; তাসকিন ০/৩১, শহিদুল ১/৪৪, শরিফুল্লাহ ৩/১১৪, মানিক ১/৫২, সানি ০/৪৩, আল-আমিন ০/২৩)

ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ৩৪/০ (১২ ওভারে) (সাদমান ১৭*, রাকিন ১৭*; কামরুল ০/১৬, মনির ০/১০, সোহাগ ০/৮)।

ফল: ম্যাচ ড্র

ম্যাচসেরা: মোহাম্মদ আশরাফুল।

Comments

The Daily Star  | English
BNP will not tolerate extortionists and grabbers

BNP won’t tolerate extortionists, land grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

1h ago