গোলাপি বলে টেস্ট খেলতে রাজি বাংলাদেশ

ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে গোলাপি বলে দিন-রাতের একটি ম্যাচ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে দলের খেলোয়াড়, কোচ- সবার সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অর্থাৎ প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের কোচ রাসেল ডমিঙ্গো গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা নিয়ে ভীষণ রোমাঞ্চিত।
domingo
ছবি: একুশ তাপাদার

ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে গোলাপি বলে দিন-রাতের একটি ম্যাচ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে দলের খেলোয়াড়, কোচ- সবার সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অর্থাৎ প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের কোচ রাসেল ডমিঙ্গো গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা নিয়ে ভীষণ রোমাঞ্চিত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের প্রস্তাবিত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে বোর্ডের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত নিয়ে দিনভরই উত্তাপ ছিল বিসিবিতে। এই উত্তাপের মাঝেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে সন্ধ্যায় আসেন গণমাধ্যমের সামনে। ভারত সফরের দল নিয়ে ধোঁয়াশার মধ্যে কোচ জানান, তারা রাজি ভারতের প্রস্তাবে, খেলতে যাচ্ছেন গোলাপি বলের টেস্ট, 'এটা আমাদের জন্য বিশাল সুযোগ। দুই দলের কেউই দিন-রাতের টেস্ট খেলেনি। সেদিক থেকে প্রস্তুতি সবারই সমান সমান। আমরা ভীষণ রোমাঞ্চিত গোলাপি বলে খেলতে।'

ঘরোয়া ক্রিকেটে কখনোই গোলাপী বলে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ভারতও কখনো খেলেনি গোলাপি বলে। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকার সময় বরাবরই গোলাপি বলে খেলার প্রস্তাব বিনা বাক্যে ফিরিয়ে দিতেন। এবার সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে প্রথম আলোচনাতেই আসে গোলাপি বলে টেস্ট খেলা প্রসঙ্গটি। বাংলাদেশকেও দেওয়া হয় খেলার প্রস্তাব। 

সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেই প্রস্তাবে রাজি হওয়ার খবর দিলেন ডমিঙ্গো, 'সবার সঙ্গেই আলাপ হয়েছে। তারা রাজি। আমার মনে হয়, এটা চ্যালেঞ্জিং, আর একইসঙ্গে রোমাঞ্চকরও।'

আগামী ২২ নভেম্বর কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে গোলাপি বল ও কৃত্রিম আলোয় খেলবে ভারত-বাংলাদেশ।

Comments