নির্বাচিত শিল্পীরা শপথ নেবেন আজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের বিজয়ীরা শপথ নেবেন আজ (৩০ অক্টোবর)। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে দুপুর ১২টায় শপথ গ্রহণ করবেন তারা।
Misha-and-Jayed.jpg
মিশা সওদাগর ও জায়েদ খান। ছবি: স্টার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের বিজয়ীরা শপথ নেবেন আজ (৩০ অক্টোবর)। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে দুপুর ১২টায় শপথ গ্রহণ করবেন তারা।

তাদের শপথবাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনের প্রধান ইলিয়াস কাঞ্চন। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন সমিতির নির্বাচিত সভাপতি মিশা সওদাগর।

মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের পুরো ২১ জন বিজয়ী হয়েছেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে। এই প্যানেলের সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ফরহাদ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদ সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ।

এদিকে কোনো প্রতিযোগী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হন।

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

41m ago