সাকিবের সঙ্গে আবার খেলতে নামার অপেক্ষায় তামিম

tamim and shakib
ছবি: এএফপি

সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের সম্পর্কটা কেবল মাঠের ক্রিকেটে সীমাবদ্ধ নয়। মাঠের বাইরে তাদের রয়েছে গভীর বন্ধুত্ব। কিন্তু সাকিব আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় অন্তত আগামী এক বছর বন্ধুকে ছাড়াই বাংলাদেশের জার্সিতে খেলতে হবে তামিমকে। এই বিষয়টা কল্পনা করতেও কষ্ট হচ্ছে তার। পাশাপাশি সাকিবের সঙ্গে আবার খেলতে নামার অপেক্ষায় আছেন তামিম।

আগের দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের শাস্তির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিনবার জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে।

প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না সাকিবকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। আর ওই দিনটির অপেক্ষায় আছেন তামিম।

বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তামিম লিখেছেন, ‘এটা কল্পনা করতেও কষ্ট হচ্ছে যে আগামী ১২ মাস তোমাকে আমরা পাশে পাব না, কিন্তু সাকিব আল হাসান, আমি আশা করছি তুমি আরও দৃঢ়ভাবে ফিরে আসবে এবং আগামী বছরের এই দিনে আবার আমরা সবাই একসঙ্গে অনুশীলন করব এবং খেলব।’

Comments

The Daily Star  | English

Yunus expresses satisfaction over reform talks progress

Conveyed optimism commission will be able to formulate national charter within expected timeframe

2h ago