ভারত সফরে না যাওয়ার ব্যাখ্যা দিলেন তামিম

ছবি: এএফপি

তিনদিন আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়ে দিয়েছিল, তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন না। সেখানে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি তারকা ব্যাটসম্যান। তবে দেশের ক্রিকেট ভক্তদের অপেক্ষা ছিল তামিমের কাছ থেকে ভারতে না যাওয়ার কারণ জানার। বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন তিনি।

এদিন দুপুরে ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। সব ঠিকঠাক থাকলে তামিমও সঙ্গী হতেন মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমদের। কিন্তু পারিবারিক কারণে যাওয়া হচ্ছে না তার। এতে ভীষণ হতাশ তিনি, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’

ভারতের মাটিতে খেলার জন্য মুখিয়ে ছিলেন তামিম। সেজন্য প্রস্তুত করছিলেন নিজেকে, ‘বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলন করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। কিন্তু তারপরও সফরে যেতে পারছি না, কারণ কখনও কখনও পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’

নিজের পারিবারিক কারণটিও পরিষ্কার করে জানিয়েছেন দেশসেরা ওপেনার, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদেরকে প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’

খুব দ্রুত মাঠে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তামিম, ‘আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago