ঢাবির মুহসীন হল থেকে ধারালো অস্ত্র উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Mohosin-Hall-11.jpg
হাজী মুহম্মদ মুহসীন হল থেকে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল সকালে হলের ডাইনিং কক্ষের ছাদ থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ (৩০ অক্টোবর) হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “গত ২৯ অক্টোবর সকালে হলের পরিচ্ছন্নতাকর্মী ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে অফিসকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে কর্মচারীদের সহযোগিতায় প্যাকেটটি অফিসে নিয়ে আসা হয় এবং আনার পর খুলে ১০টি রামদা, দুটি বড় ছুরি ও দুটি পাইপ দেখা যায়।”

এর আগে, গত ৮ অক্টোবর রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ১২১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে বুলেটসহ একটি লোড করা আগ্নেয়াস্ত্র, ফেনসিডিলের একটি খালি বোতল, দুটি বঁটি, একটি হাতুড়ি, দুটি লাঠি, দুটি ল্যাপটপ, একটি স্টিলের পাইপ, মানিব্যাগে নগদ ৩২ হাজার ২০০ টাকা, সিসি ক্যামেরাসহ একটি লাইট উদ্ধার করা হয়।

সেসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক উপসম্পাদক হাসিবুর রহমান ও  সাবেক অর্থবিষয়ক উপসম্পাদক আবু বকরকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের পুলিশে সোপর্দ করে।

Comments