কংগ্রেসের আগে ওয়ার্কার্স পার্টির ৬ কেন্দ্রীয় নেতার প্রতিনিধিত্ব স্থগিত
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ছয় জন নেতাকে আগামী কংগ্রেসে প্রতিনিধিত্ব স্থগিত করা হয়েছে।আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দলটির ১০ কংগ্রেসে অংশ না নেওয়ার ইচ্ছা পোষণের পর এই নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হলো।
এ ব্যাপারে কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেছেন, “কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ডেলিগেটের মতামতের ভিত্তিতে পরবর্তী কেন্দ্রীয় কমিটি তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
আজ ঢাকার তোপখানায় দলের আসন্ন কংগ্রেসকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাদশা।
বহিষ্কৃত ছয় নেতার মধ্যে নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ পলিটব্যুরোর সদস্য। আর মোফাজ্জল হোসেন মঞ্জু, অনিল বিশ্বাস, তুষার কান্তি দাস ও জাকির হোসেন হবি কেন্দ্রীয় কমিটির সদস্য।
এই নেতারা গত সোমবার বিবৃতি দিয়ে বলেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে জোটে যাওয়ার মাধ্যমে ওয়ার্কার্স পার্টি তার কমিউনিস্ট আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। এ কারণে তারা ১০ম কংগ্রেসে যোগদানে অনিচ্ছার কথা জানান।
Comments