সাকিবের নিষেধাজ্ঞায় মন খারাপ শাকিব খানের
সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামী অন্তত এক বছর কোনো ধরনের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত বাংলার ক্রিকেটপ্রেমী মানুষ। সোশ্যাল মিডিয়ায় চলছে সাকিব ঝড়!

সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামী অন্তত এক বছর কোনো ধরনের ক্রিকেটে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত বাংলার ক্রিকেটপ্রেমী মানুষ। সোশ্যাল মিডিয়ায় চলছে সাকিব ঝড়!
তার এই দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন তারকা নায়ক শাকিব খান।
দ্য ডেইলি স্টার অনলাইনকে শাকিব খান বলেন, “বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী থাকবেন এটা আশা করি।”
Comments