যুদ্ধাপরাধী আজহারের মৃত্যুদণ্ড সুপ্রিমকোর্টে বহাল
জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিমকোর্ট।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আজ (৩১ অক্টোবর) এই রায় দেন।
যুদ্ধাপরাধী এই জামায়াত নেতা এখন সেই রায় রিভিউয়ের জন্যে সুপ্রিমকোর্টে আবেদন করতে পারবেন। রায়ের পুরো কপি আসামির হাতে আসার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে।
সুপ্রিমকোর্ট সেই আবেদন খারিজ করে দিলে আজহার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। যদি রাষ্ট্রপতি তা গ্রহণ না করেন তখন তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে।
আজহারের প্রধান আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন যে তারা সুপ্রিমকোর্টের আজকের রায় পুনর্বিবেচনার জন্যে আবেদন করবেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালে ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি)।
পরে, আইসিটির সেই রায় চ্যালেঞ্জ করে আজহার সুপ্রিমকোর্টে আবেদন করেন। তিনি সেই আবেদনে নিজেকে নির্দোষ দাবি করেন।
Comments