জিম্বাবুয়ের প্রথম ‘ডিরেক্টর অব ক্রিকেট’ মাসাকাদজা
মাঠ এবং মাঠের বাইরের ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় জিম্বাবুয়ে। তার অংশ হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডে নতুন একটি পদ সৃষ্টি করা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) প্রথম ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
বুধবার (৩০ অক্টোবর) ৩৬ বছর বয়সী মাসাকাদজাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে বোর্ড। আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
গেল মাসে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৯ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাসাকাদজা। এর কিছুদিনের মধ্যে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডে নতুন ভূমিকায় যুক্ত হচ্ছেন তিনি।
বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে গেল জুলাইতে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছিল আইসিসি। চলতি মাসেই সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এখন জিম্বাবুয়ের লক্ষ্য তাদের ক্রিকেট প্রশাসনকে উন্নত করা এবং সকল পর্যায়ের ক্রিকেটকে আরও শক্তিশালী করা।
সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে ক্যারিয়ারে ৩১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাসাকাদজা। ৬৮ টেস্ট, ২০৯ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
Comments