সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজন হারানো স্বজনের আহাজারি। ছবি: স্টার

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় মনিপুর স্কুলের পাশে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে।

আজ (৩১ অক্টোবর) ভোররাত ১টার দিকে আট বছরের নাহিদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণের পরপরই নাহিদকে আইসিইউয়ে ভর্তি করা হয়। তার চোখে আঘাত লেগেছিলো।

নিহত নাহিদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সরু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

রূপপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নাহিদের মৃত্যুর ফলে নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।

এদিকে, রূপপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বনিক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত সাঈদকে ঢামেক হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় মনিপুর স্কুলের পাশে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে সেদিনই ছয় শিশু মারা যায়। সে ঘটনায় আহত হয় অন্তত ২০ জন।

আরও পড়ুন:

রূপনগরে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

38m ago