পাকিস্তানে ট্রেনে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৭৩
পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের লিয়াকতপুর শহরে একটি ট্রেনের তিনটি কামরায় আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদ বার্তা সংস্থা এএফপিকে জানান, এ ঘটনায় নারী-শিশুসহ ৪০ জনের মতো আহত হয়েছেন।
আজ (৩১ অক্টোবর) সকালে ট্রেনযাত্রীরা নাস্তার প্রস্তুতি নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রেনের কামরায় আগুন লাগে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ। সেসময় অনেক যাত্রী ট্রেন থেকে লাফ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন বলেও জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, “সকালের নাস্তা তৈরির সময় দুটি চুলা বিস্ফোরিত হলে চুলার কেরোসিন যাত্রীদের শরীরে লাগে। ট্রেনটি গতিশীল থাকায় সেই বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে যায়।”
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম ট্রেনের তিনটি কামরায় আগুন লাগায় হতাহতের এই ঘটনা ঘটে।
রহিম ইয়ার খান জেলার পুলিশ কর্মকর্তা আমির তৈমুর খানের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, নিহতদের মধ্যে নারী-শিশু রয়েছে।
জেলা প্রশাসক জামিল আহমেদ গণমাধ্যমকে জানান যে ট্রেনের সেই কামরাগুলোতে তবলিগ জামাতের সদস্যরা ছিলেন।
আরও পড়ুন:
Comments