যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী।
আজ (৩১ অক্টোবর) সকালে শিবালয় থানায় মামলা দায়েরের পর ওই যুবলীগ নেতাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, গতকাল বিকালে পাটুরিয়া ঘাটে একটি হোটেল থেকে আপত্তিকর অবস্থায় তরুণীসহ ওই যুবলীগ নেতাকে আটক করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, সাত-আট মাস আগে ওই তরুণীর সঙ্গে কাউসারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্নস্থানে নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন।
যুবলীগ নেতাকে আদালতে এবং ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
Comments