হাজীগঞ্জকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা
প্রায় দেড়শ ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে হাজীগঞ্জ পৌর পরিষদের সামনে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সেসময় হাজীগঞ্জ পৌরসভায় পৌর এলাকার ৩৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ, স, ম মাহবুব উল আলমের সভাপতিত্বে ও সচিব নূর আজমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন প্রমুখ।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাত্র এক দিনের বেতনের টাকা সংগ্রহ করা হয়েছিলো। সেই টাকা থেকে উপজেলার দেড়শ ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে এই উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।
এর আগে গত বছরের অক্টোবরে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম উপজেলাকে ভিক্ষুকমুক্ত করণের উদ্বোধন করেন।
Comments