‘ভারতকে তাদের মাটিতে হারানোর এটাই সেরা সুযোগ বাংলাদেশের’

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তার মতে, ভারতকে তাদের মাটিতে হারানোর এটাই সেরা সুযোগ বাংলাদেশের। তবে বাংলাদেশকে শক্তিশালী দল বলে উল্লেখ করলেও তার ধারণা, টি-টোয়েন্টি সিরিজ জিতবে ভারতীয়রাই।
vvs laxman
ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। তার মতে, ভারতকে তাদের মাটিতে হারানোর এটাই সেরা সুযোগ বাংলাদেশের। তবে বাংলাদেশকে শক্তিশালী দল বলে উল্লেখ করলেও তার ধারণা, টি-টোয়েন্টি সিরিজ জিতবে ভারতীয়রাই।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ৩ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় বোর্ড বিশ্রাম দিয়েছে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অন্যদিকে, আইসিসির নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই সেরা তারকা সাকিব আল হাসান। পারিবারিক কারণে ভারতে যাননি তামিম ইকবালও। তাদের অনুপস্থিতিতেও বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে শক্তিশালী মানছেন লক্ষ্মণ, দেখছেন না খাটো করে। ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসের ‘গেম প্ল্যান’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেট বিশ্লেষক বলেছেন, ‘ভারতকে তাদের মাটিতে হারানোর জন্য এটাই বাংলাদেশের সেরা সুযোগ। কারণ তাদের ব্যাটিং লাইন-আপে গভীরতা রয়েছে।’

বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে বিশেষজ্ঞ স্পিনার তিনজন- আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। পেসার আছেন চারজন- আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। তবে বাংলাদেশের বোলিং আক্রমণে স্পিনারদের তুলনায় পেসারদের তুলনামূলক অনভিজ্ঞ বলে মনে করছেন ৪৪ বছর বয়সী লক্ষ্মণ। তাই তার বিশ্লেষণ, চাপটা নিতে হবে মোস্তাফিজকে, ‘বোলিং বিভাগে ভালো করার জন্য মোস্তাফিজের ওপর চাপ থাকবে। কারণ দলটির স্পিনারদের তুলনায় পেসাররা বেশ অনভিজ্ঞ।... শুরুর দিকে নতুন বলে দ্রুত উইকেট নেওয়ার ক্ষেত্রে মোস্তাফিজকে মূল ভূমিকা পালন করতে হবে।’

ভারতের উইকেটগুলো বরাবরই স্পিনবান্ধব। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। তাছাড়া ভারত এই সিরিজে পাচ্ছে না জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের মতো পেসারদের। সেকারণে লক্ষ্মণ মনে করছেন, বাংলাদেশের মতো ভারতেরও অভিজ্ঞ স্পিন বিভাগই ম্যাচে পার্থক্য গড়ে দেবে, ‘ভারতের বোলিং লাইন-আপ অনভিজ্ঞ। তাই আমি আশা করছি, যুজবেন্দ্র চাহাল তিন ম্যাচেই খেলবে।’

কোহলি না থাকলেও ভারতের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। আছেন রোহিত, আছেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যান। ফলে ব্যাটিং সামর্থ্যে এগিয়ে থাকায় টি-টোয়েন্টি সিরিজ ভারতই জিতবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মণ, ‘এটা স্বাগতিক দলের জন্য একটি কঠিন সিরিজ হতে যাচ্ছে। কারণ বাংলাদেশও শক্তিশালী দল নিয়ে এসেছে। তবে আমার মনে হয়, ভারত ২-১ ব্যবধানে জিতবে।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

23m ago