ধানমন্ডির ফ্লাট থেকে ২ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ফ্লাট বাসা থেকে একজন নারী ও সেখানে কাজে নিয়োজিত গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে আটটার দিকে ধানমন্ডি ১৫ নম্বরে অবস্থিত ২১ নম্বর বাসার চতুর্থতলার ওই ফ্লাট থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ।
তিনি জানান, নিহত নারীর নাম আফরোজা বেগম (৬৫)। গৃহপরিচারিকার নাম দিতি (২০)। দিতি ওই বাসায় পাঁচবছর ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছিলেন।
ওসি বলেন, “কাজী মনির উদ্দিন তারিন নামের এক তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীর ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ক্রিয়েটিভ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।”
পুলিশের ধারণা, সম্প্রতি ওই বাসায় কাজে নিযুক্ত অপর এক গৃহপরিচারিকা এই দুজনকে গলা কেটে হত্যা করে পালিয়েছেন।
এ ঘটনায় মনির উদ্দিনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী বাচ্চু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
Comments