এমবাপের লক্ষ্যভেদের পরও অঘটনের শিকার পিএসজি

mbappe
ছবি: এএফপি

ম্যাচের শুরুর দিকে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু বিরতির আগে-পরে মিলিয়ে তিন মিনিটের মধ্যে দুটি গোল হজম করে বসে টমাস টুখেলের দল। এরপর খেলায় মরিয়া ভাব দেখালেও কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে পারেনি দলটি। ফলে দুর্বল দিজোঁর কাছে হেরে গেছে তারা।

শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে হেরেছে পিএসজি। লিগে টানা চার ম্যাচ জয়ের পর আবারও হারের তেতো স্বাদ নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি লিগের এটি তাদের তৃতীয় হার।

নিজেদের মাঠে পিএসজির বিপক্ষে দিজোঁ খেলতে নেমেছিল পয়েন্ট তালিকার তলানির দল হিসেবে। কিন্তু তারাই ঘটিয়েছে অঘটন। ভাগ্যও অবশ্য সঙ্গ দেয়নি পিএসজিকে। ৬৪তম মিনিটে এমবাপের ক্রসে মাউরো ইকার্দির হেড ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পাঁচ মিনিট পর লেয়ান্দ্রো পারদেসের ডান পায়ের শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

এর আগে ম্যাচে বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখানো পিএসজি এগিয়ে যায় ১৯তম মিনিটে। ডি-বক্সের ভেতরে অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়ানো বল পেয়ে ফ্লিক করে দিজোঁ গোলরক্ষক আলফ্রেড গোমিসের মাথার উপর জালে জড়ান এমবাপে। চলতি লিগে এটি তার পঞ্চম গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। ইব্রাহিম দিদিয়ের এনডংয়ের শট পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস ফিরিয়ে দেওয়ার পর লক্ষ্যভেদ করেন মুনির কোইয়ার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় দিজোঁ। একক নৈপুণ্যে দারুণ দক্ষতায় জালের ঠিকানা খুঁজে নেন জোন্ডার কাদিজ।

অপ্রত্যাশিতভাবে হারলেও ১২ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নঁতে। লিগে মাত্র তৃতীয় জয় পাওয়া দিজোঁ ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৮ নম্বরে।

Comments