ব্রাজিলে গ্রেপ্তার শীর্ষ মানব পাচারকারী সাইফুল্লাহ
বাংলাদেশে জন্ম নেওয়া সাইফুল্লাহ আল-মামুন নামের এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। বিশ্বের সবচেয়ে কুখ্যাত মানব পাচারকারীদের মধ্যে তাকে বিবেচনা করা হয়।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার সহযোগিতায় ব্রাজিলের পুলিশ গত বৃহস্পতিবার সাইফুল্লাহকে গ্রেপ্তার করে। এই অভিযানে মানব পাচারকারী দলের আরও কয়েকজন ধরা পড়েছেন। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রে ব্যাপক সংখ্যক মানুষকে পাচার করার পরিকল্পনা ছিল তাদের।
সাইফুল্লাহ ব্রাজিলের সাও পাওলো শহরে বসবাস করতেন। সাও পাওলো ছাড়াও একই দিনে ব্রাজিলের আরও তিনটি শহরে মানব পাচারকারীদের ধরতে অভিযান চালায় দেশটির পুলিশ। এদের সঙ্গে সংশ্লিষ্ট ৪২টি ব্যাংক একাউন্টও জব্দ করেছে পুলিশ।
Comments