নতুন আইনে পরিবহন মালিক সমিতির সমর্থন
কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এই আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ আজ বলেছেন, দীর্ঘদিন পর পরিবহন খাত নিয়ে একটি আইন করা হয়েছে। এর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
এই আইনের সব বিধান একদিনে কার্যকর করা সম্ভব নয় দাবি করে তিনি বলেন, ক্রমান্বয়ে এসব বিধি বিধান বাস্তবায়নের কাজ করতে হবে। সংগঠনটির সভাপতি মশিউর রহমান রাঙা এমপি, এসময় লিখিত বিবৃতি পাঠ করেন। আইন প্রয়োগের নামে কাউকে যেন হয়রানি না করা তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরে রাঙা।
তিনি বলেন, গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স ঠিক থাকলে কোনো দুর্ঘটনায় তাদের বড় জরিমানা করা উচিত হবে না। নইলে এই খাত দুর্ভোগে পড়বে।
Comments